edubongo.com

HSC 2023 Bangla 1st paper MCQ solution I এইচএসসি ২০২৩ বাংলা ১ম পএ এমসিকিউ সমাধান

 

HSC 2023 Bangla 1st paper MCQ solution

 প্রথমে জানাই প্রত্যেক পরিক্ষার্থীকে অনেক শুভকামনা
রইল। আপনাদের জীবনে অনেক বড় একটি অধ্যায় অবসানের পথে। এইচএসসি পরিক্ষার্থীরা বাংলা
১ম পএ পরিক্ষাটি কেমন হলো?

 এইচএসসি পরিক্ষার প্রশ্নের সমাধান নিয়ে আর দুচিন্তার
কোনো কারণ নেই। কারণ আমরা আমাদের ওয়েবসাইটে প্রতিদিন নিয়মিতভাবে প্রশ্নের সমাধান দিবো
সেই সাথে আমাদের এখান প্রতি সাবজেক্টের সাজেশন ও পাবেন। আমরা আজকে এইচএসসি ২০২৩ বাংলা
১ম পএ এমসিকিউ সমাধান পরিক্ষায় সকল বোর্ডের
দিব। আপনি আপনার প্রশ্নটি ও মিলিয়ে নিন।আমাদের HSC 2023 Bangla 1st paper MCQ solution এই প্রশ্নের সমাধানটি আপানারা
পিডিএফ আকারে ও ডাউনলোড করতে পারবেন।

এইচএসসি ২০২৩ বাংলা ১ম পএ প্রশ্নের সমাধান

 আজ ১৭ আগস্ট,২০২৩ আজকে থেকে শুরু হয়ে গেছে এইচএসসি
ও সমমানের পরিক্ষা যেখানে নয়টি বোর্ডের প্রায় ৯ লক্ষ ৭১ হাজার ছাএছাএী পরিক্ষায় অংশ
গ্রহন করছে। এইচএসসি পরিক্ষায় অংশ নেওয়া ছাএের সংখ্যা ৫ লক্ষ এবং ছাএীর সংখ্যা ৪ লক্ষের
ও বেশি। কারিগরি অথবা ভোকেশশনাল থেকে অংশগ্রহন করছে ১ লক্ষ ৫৩ হাজার ২৭১ জন শিক্ষার্থী
অন্যদিকে মাদ্রাসা বোর্ড থেকে অংশগ্রহন করছে ১ লক্ষ ৫০ হাজার শিক্ষার্থী। বিগত বছর
শিক্ষাবর্ষ ২০২১-২২ উচ্চ মাধ্যমিক পরিক্ষায় অংশ গ্রহন করেছিল ১৩ লক্ষ ১১ হজার শিক্ষার্থী
যেখানে ছাত্রের সংখ্যা ছিল ৬ লক্ষ ৫০ হজার এবং ছাএীর সংখ্যা ছিল ৬ লক্ষ ৬১ হাজার।

 

 তবে প্রাকৃতিক দূর্যোগের কারনে চট্টগ্রাম, মাদ্রাসা
ও কারিগরি বোর্ড আজকে পরিক্ষা অনুষ্ঠিত হয় নি। এই তিন বোর্ড পরিক্ষা শুরু হবে আগামী
২৭ আগস্ট থেকে। ৮ জুন রুটিন প্রকাশের ও প্রায় দুই মাস পর ১৭ আগস্ট পরিক্ষা অনুষ্ঠিত
হলো এবং এই পরিক্ষা শেষ হবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

 

এইচএসসি ২০২৩ বাংলা ১ম পএ এমসিকিউ প্রশ্ন ও সমাধান

 

 উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম পরিক্ষা দুই ভাগে হয়েছে
যার একটি অংশ ছিল লিখিত বা সৃজনশীল এবং আরেকটি অংশ ছিল বহুনির্বাচনি। সকাল ১০ টা থেকে
দুপুর ১ টা পর্যন্ত টানা ৩ ঘন্টার পরিক্ষা হয়। শিক্ষার্থীদের কে ৭ টি সৃজনশীল প্রশ্নের
উত্তর দিতে হয় যার প্রতিটির জন্য ১০ নম্বর করে থাকে। প্রতি সৃজনশীলের মধ্যে চারটি করে
প্রশ্ন থাকে যেমন ক হলো জ্ঞানমূলক যার জন্য ১ নম্বর, খ হলো অনুধাবন যার জন্য হলো ২
নম্বর, গ হলো প্রয়োগ যার জন্য থাকে ৩ নম্বর আর ঘ হলো উচ্চতর দক্ষতা যার জন্য হলো ৪
নম্বর।

 আর বহুনির্বাচনি থাকে ৩০ টি যার প্রতিটির নম্বর ১
করে মোট ৩০ নম্বরের এমসিকিউ পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা বৃত্ত ভরাট করে এমসিকিউ
পূরণ করেছে।

বাংলা ১ম পএ সকল বোর্ড সমাধান ২০২৩

প্রতিটি বোর্ডই প্রতিটি
সাবজেক্টের জন্য আলাদা আলাদা প্রশ্ন করে আজকে ও বোর্ড গুলো পৃথক ভাবে তাদের পরিক্ষা
অনুষ্ঠিত করেছে যথাক্রমে ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, যশোর বোর্ড, দিনাজপুর
বোর্ড, ময়মনসিংহ বোর্ড এবং কুমিল্লা বোর্ড। পরিক্ষার্থীরা নিজস্ব স্ব স্ব বোর্ড HSC 2023 Bangla 1st paper MCQ solution সমাধান
খুঁজে বেড়াচ্ছে যা আমরা আমাদের এই আটিকেলে সকল বোর্ডের সমাধান দিয়েছি।

ক,খ,গ ও ঘ সেট বহুনির্বাচনির সমাধান

 পাবলিক পরিক্ষাগুলোতে বহুনির্বাচনির জন্য যথাক্রমে
ক,খ, গ ও ঘ এই চার সেট প্রশ্ন করা হয়। প্রতিটি শিক্ষার্থীই এই চারটি সেটের যেকোনো একটি
সেট পাই। এই কৌশলটি অনুসরণ করার একটাই কারণ শিক্ষার্থীরা যাতে নকল করতে না পারে অথবা
অন্যের খাতা দেখে এমসিকিউ পূরণ করা একটি কঠিন হয়। মজার ব্যাপার হলো প্রতিটি সেটে একই
বহুনির্বাচনি থাকে শুধু নম্বর উল্টো পাল্টা থাকে।যেমনঃ ক সেটে যেগুলো ১-১০ নম্বর আছে
সে গুলোই খ সেটে ১৫-২৫ পর্যন্ত আছে আবার সে প্রশ্নগুলো গ সেটে ২১-৩০ পর্যন্ত আছে। তবে
আমরা সকল বোর্ড HSC 2023 Bangla 1st paper
MCQ solution
করবো যাতে কারো অন্য কোথাও ছোটাছুটি না করতে হয়।

ঢাকা বোর্ড

 ঢাকা বোর্ড হলো বাংলাদেশের মধ্যে সব থেকে বড় শিক্ষা
বোর্ড এবং এই বোর্ডের শিক্ষার্থীর সংখ্যা অন্যান্য বোর্ডের কয়েকগুন বেশি। এবার ধারণা
করা হচ্ছে আনুমানিক প্রায় ৩ লক্ষের ও বেশি পরিক্ষার্থী এই উচ্চ মাধ্যমিক পরিক্ষায় অংশ
গ্রহন করছে। ঢাকা বোর্ড মধ্যে রয়েছে বাংলাদেশের সব থেকে নামকরা সুনামধন্য কলেজ এবং
সেই সাথে এই বোর্ডের শিক্ষা ব্যবস্থা অন্য বোর্ড গুলোর থেকে বেশি আধুনিক ও স্মার্ট।
বিগত বছরের তুলনায় এবার ঢাকা বোর্ড প্রশ্ন একটু সহজ হয়েছে। ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা
অন্য বোর্ডের থেকে সব থেকে বেশি ভালো ফলাফল করে। তাই যারা আবার ঢাকা বোর্ডে পরিক্ষা
দিয়েছেন তারা তাদের এইচএসসি ২০২৩ বাংলা ১ম পএ এমসিকিউ সমাধান এই অংশে পেয়ে যাবেন এবং
এখানে থেকে আপনাদের ইচ্ছে মতো পিডিএফ ফরমেটে ও ডাউনলোড করতে পারবেন।

এইচএসসি ২০২৩ বাংলা ১ম পএ ঢাকা বোর্ড

এইচএসসি ২০২৩ বাংলা ১ম পএ ঢাকা বোর্ড

রাজশাহী বোর্ড

 বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর শিক্ষাবোর্ড হলো রাজশাহীশিক্ষাবোর্ড এবং সেই সাথে এটি অনেক নামকরা শিক্ষবোর্ড। রাজশাহীকে বাংলাদেশের শিক্ষার
নগরী অথবা জ্ঞানের শহর ও বলা হয় এবং এই বোর্ডের শিক্ষার মান অনেক উন্নত। এই বোর্ড এবার
উচ্চ মাধ্যমিক পরিক্ষায় অংশ নিয়েছে ২ লক্ষ ১০ হাজার শিক্ষার্থী এবং ফলাফলের দিকে ও
এই বোর্ডের শিক্ষার্থীরা এগিয়ে থাকে। পরিক্ষা শেষ করা মাএই প্রশ্নের সঠিক ও নির্ভুল
সমাধান খুঁজে বেড়াচ্ছে এই বিভিন্ন অনলাইন ওয়েবসাইট। এবার রাজশাহী বোর্ডের প্রশ্ন বেশ
ঝামেলামুক্ত করে করা হয়েছে তাই বলবো আর দুশ্চিন্তা না করে মিলিয়ে নিন HSC 2023 Bangla 1st paper MCQ solution রাজশাহী
বোর্ডের সমাধান। 

HSC 2023 Bangla 1st paper MCQ solution রাজশাহী বোর্ড


 

HSC 2023 Bangla 1st paper MCQ solution রাজশাহী বোর্ড

যশোর বোর্ড

বাংলাদেশে আরেকটা অন্যতম
ও পুরাতন বোর্ড যশোর বোর্ড এবং এই বোর্ডে থেকে এবার এইচএসসি পরিক্ষায় অংশগ্রহন করছে
১ লক্ষ ১০ হাজার শিক্ষার্থী আবার ফলাফলের দিকে থেকে অন্যতম। বাংলাদেশের বেশ কয়েকটি
নামকরা কলেজে রয়েছে এই বোর্ডের মধ্যে। গতানুগতিক ভাবে এই বোর্ড প্রশ্নগুলো একটু প্যাচানে
হয় এবার ও বিগত বছরের মতো প্রশ্ন হয়েছে। এইচএসসি ২০২৩ বাংলা ১ম পএ এমসিকিউ সমাধান যশোর
বোর্ড খুঁজছেন তারা এখান থেকে পিডিএফ আকারে ডাউনলোড করে নিন।

এইচএসসি ২০২৩ বাংলা ১ম পএ এমসিকিউ সমাধান যশোর বোর্ড

 

এইচএসসি ২০২৩ বাংলা ১ম পএ এমসিকিউ সমাধান যশোর বোর্ড

 বরিশাল বোর্ড

এবার বরিশাল শিক্ষাবোর্ড থেকে এবার পরিক্ষায় অংশগ্রহন
করছে ১ লক্ষ ২১ হাজার শিক্ষার্থী এবং এটি বাংলাদেশের দক্ষিণে অবস্হিত । এই বোর্ডের
শিক্ষা ব্যবস্থা ও ফলাফল ঢাকা এবং রাজশাহী বোর্ডের থেকে পিছিয়ে। তুলনামুলক এবার বরিশাল
বোর্ডের প্রশ্ন একটু কঠিন হয়েছে। যাইহোক কোনো রকম দুশ্চিন্তা না করে মিলিয়ে নিন এইচএসসি
২০২৩ বাংলা ১ম পএ এমসিকিউ সমাধান বরিশাল বোর্ড এবং পিডিএফ আকারে ডাউনলোড ও করতে পারবেন।

 

এইচএসসি ২০২৩ বাংলা ১ম পএ এমসিকিউ সমাধান বরিশাল বোর্ড

HSC 2023 Bangla 1st paper MCQ solution বরিশাল বোর্ড

ময়মনসিংহ বোর্ড 

বাংলাদেশের সর্বশেষে প্রতিষ্ঠিত
শিক্ষা বোর্ডটি হলো ময়মনসিংহ বোর্ড এবং এই বোর্ডের চেয়ারম্যান হলো প্রফেসর হাসান কামাল।
এই বোর্ডটি চারটি জেলাকে কেন্দ্র করে পরিচালিত হয় আগে এটি ঢাকা বোর্ডে মধ্যে ছিল। এবার
এই বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরিক্ষা ২০২৩ অংশগ্রহন করেছে ৫০ হাজার ছাএ এবং ৫৫ হাজার
ছাএী সর্বমোট ১ লক্ষ ৫ হাজার জন শিক্ষার্থী। এবার এই বোর্ডের প্রশ্ন বেশ সহজ হয়েছে
এবং যারা HSC 2023 Bangla 1st paper MCQ
solution
ময়মনসিংহ বোর্ড সমাধান খুঁজেছেন তারা নিচের অংশ ফলো করুন সমাধান পেয়ে
যাবেন এবং এখান থেকে পিডিএফ আাকারে ও ডাউনলোড করতে পারবেন। 

HSC 2023 Bangla 1st paper MCQ solution ময়মনসিংহ বোর্ড

এইচএসসি ২০২৩ বাংলা ১ম পএ এমসিকিউ সমাধান ময়মনসিংহ বোর্ড

সিলেট বোর্ড

 বিভিন্ন সমস্যার মোকাবিলা করা সত্ত্বেও এবার ও যথারীতি
তে শুরু হয়েছে সিলেট বোর্ডের উচ্চ মাধ্যমিক ২০২৩ এর পরিক্ষা। সিলেট বোর্ড বাংলাদেশের
উওরে অবস্থিত এই বোর্ডে শিক্ষার্থী সংখ্যা অনেক কম সে তুলনায় ফলাফল অনেক ভালো। বিগত
বছরগুলোতে প্রশ্নের সাথে তুলনা করলে এই বছরের প্রশ্ন মোটামুটি কঠিন হয়েছে। শিক্ষার্থীরা
ও উওর করতে গিয়ে বেশ বিড়ম্বনায় পড়েছে। যারা এইচএসসি ২০২৩ বাংলা ১ম পএ এমসিকিউ সমাধান
সিলেট বোর্ডে বাংলা সমাধান খুঁজেছেন তারা এখান থেকে স্কিনশর্ট নিয়ে অথবা পিডিএফ আকারে
ডাউনলোড করতে পারবেন। 

এইচএসসি ২০২৩ বাংলা ১ম পএ এমসিকিউ সমাধান সিলেট বোর্ড

HSC 2023 Bangla 1st paper MCQ solution সিলেট বোর্ড

দিনাজপুর বোর্ড

 দিনাজপুরের বোর্ডের চেয়ারম্যান মহাদয় হলেন প্রফেসর
সঃ মঃ আব্দুস সামাদ আজাদ এবং বাংলাদেশ উওরবঙ্গে কয়েকটি জেলা নিয়ে এই বোর্ডটি গঠিত হয়েছে।
এই বোর্ডের ফলাফল ও বেশ ভালো এবং এবার প্রশ্ন বেশ সহজ হয়েছে। এবার এই বোর্ড থেকে পরিক্ষায়
অংশগ্রহন করছে ৯৫ হাজার শিক্ষার্থী। যারা HSC
2023 Bangla 1st paper MCQ solution
দিনাজপুর বোর্ড প্রশ্নের সমাধান খুঁজতে আগ্রহী
তারা এই অংশে আসুন এবং চাইলে এখান থেকে পিডিএফ ও ডাউনলোড করতে পারবেন।

HSC 2023 Bangla 1st paper MCQ solution দিনাজপুর বোর্ড

এইচএসসি ২০২৩ বাংলা ১ম পএ এমসিকিউ সমাধান দিনাজপুরের বোর্ড

কুমিল্লা বোর্ড

কুমিল্লা বোর্ড ও বাংলাদেশের
একটি নতুন শিক্ষাবোর্ড যেটি পূর্বে চট্টগ্রাম বোর্ডের অন্তভূক্ত ছিল। এবার এই বোর্ড
প্রশ্ন তুলনামূলক একটু কঠিন হয়েছে। যারা কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীরা অধীর আগ্রহে
প্রশ্ন খুঁজছেন তাদের সব কিছু অবসান ঘটিয়ে এইচএসসি ২০২৩ বাংলা ১ম পএ এমসিকিউ সমাধান
কুমিল্লা বোর্ডের সমাধান দেওয়া হলো এখানে থেকে চাইলে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন। 

এইচএসসি ২০২৩ বাংলা ১ম পএ এমসিকিউ সমাধান কুমিল্লা বোর্ড


এইচএসসি ২০২৩ বাংলা ১ম পএ এমসিকিউ সমাধান কুমিল্লা বোর্ড

পরিশেষে 

 আমরা আপনাদের পরিক্ষার সাজেশন, প্রশ্নের সমাধান এবং
বিভিন্ন গুরুত্বপূর্ণ আটিকেল সরবাহ করছি যাতে আপনারা যেকোনো দরকারি তথ্য আমাদের ওয়েবসাইট
থেকে পেতে পারেন। আপনাদের আগামী পরিক্ষাগুলোর সমাধান ও সাজেশন পেয়ে যাবেন আবার ও সকলের
জন্য অনেক অনেক শুভকামনা রইল আগামী পরিক্ষা গুলো ভালোভাবে দিন।

Posted in HSC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *